নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় এক জন যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো প্রেমিকার বাবা ও তুতো দাদাদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, যুবকের গাজিয়াবাদের খোদা এলাকার বাসিন্দা এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিশোরীর পরিবার ওই সম্পর্কে রাজি না হওয়া সত্ত্বেও সে কিশোরীর সাথে দেখা করতে বাড়ি গিয়েছিল। এরপর ওই যুবককে কিশোরীর বাবা ও দুই তুতো দাদা লোহার রড দিয়ে মারধর করেন।
এরপর ওই যুবককে আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। গতকাল ওই যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কিশোরীর বাবা এবং দুই জন তুতো ভাইকে গ্রেফতার করেন। এদিকে কিশোরীর পরিবারের পাল্টা অভিযোগ, “ওই যুবক চুরির উদ্দেশ্যে যাওয়ায় মারধর করা হয়।” তবে পুলিশ সমগ্র বিষয়টি তদন্ত করে দেখছে।