নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়া পুরসভার ন’নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া স্টেশনের কাছে, নটবর পাল রোড এলাকায় পুকুর ভরাটের ঘটনার প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে এক জন মহিলাকে বেধড়ক মারধর ও কলেজপড়ুয়া দুই ছেলেকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো। আতঙ্কিত পরিবারটি স্থানীয় ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাঁটরা থানা এলাকার চ্যাটার্জীপাড়া মোড়ের কাছে একটি মন্দিরের পিছনে প্রায় তিন কাঠার একটি পুকুর আছে। ‘উত্তর ব্যাঁটরা জাগরণ ক্লাব’ ওই পুকুরে ধীরে ধীরে আবর্জনা ফেলে বুজিয়ে ফেলে নিজেদের জন্য পাকা বাড়ি ও অস্থায়ী ঘর তৈরী করে সেগুলি ভাড়া দিচ্ছে। তবে পেশায় আয়ার কাজ করা সাগরিকা দলুই নামে এক জন বাসিন্দা এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। ফলে সাগরিকা দেবীর দুই ছেলের সামনে তার পেটে লাথি মারা হয়। এমনকি ওই ক্লাবের সদস্যদের স্ত্রীরা এসে রাস্তায় ফেলে মারধর করেন।
Sponsored Ads
Display Your Ads Here
সাগরিকা দেবী জানান, ‘‘যে কোনো শিক্ষিত মানুষেরই পুকুর বোজানোর প্রতিবাদ করা উচিত। তাই আমিও করেছি। আবার এমন ঘটলে আবারও প্রতিবাদ করব। আমার ছেলেদের ওরা প্রাণে মারার হুমকি দিয়েছে। পুলিশের কাছে লিখিত ভাবে হামলাকারীদের নামে অভিযোগ জানিয়েছি। কিন্তু পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে ক্লাবের সদস্যদের কথায়, ‘‘প্রথমত, এটা কোনো কালেই পুকুর ছিল না। নীচু জমি ছিল। তাই বোজানোর প্রশ্নই ওঠে না। মন্দিরের ফুল, বেলপাতা জমতে জমতে বুজে গিয়েছে। আর ওই মহিলা মিথ্যা কথা বলছেন। কেউ মারেনি। বরং উনিই পাড়ার মহিলাদের মারধর করেছেন।’’ যদিও পুলিশ অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে সাগরিকা দেবীর সাথে কথাও বলে এসেছেন। আর পুকুরটি যাতে আর না বোজানো হয়, অভিযুক্ত ক্লাবকে তা বলা হয়েছে এবং বিষয়টি পুরসভাকেও জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here