নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ একটানা দুই দিনের টানা বৃষ্টির জেরে গতকাল দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদীর জলস্রোতে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিয়া খাড়ির পাড় ভেঙ্গে আস্ত একটি গাছ খাড়ির জলে তলিয়ে গেলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রেয়ী নদীর জলস্রোত বৃদ্ধি পাওয়ার কারণে কাশিয়াখাড়ি পাড়ের মাটি ধসে গিয়ে গাছ তলিয়ে যায়। ধসে যাওয়া খাড়ি পাড় সংলগ্ন কাশিয়াখাড়ি শ্মশান রয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা কাশিয়াখাড়ি পাড় এলাকা অবিলম্বে মেরামত না করা হলে খাড়ির গর্ভে কাশিয়াখাড়ি মহাশ্মশানও তলিয়ে যেতে পারে।
এর পাশাপাশি আগামী দিনে আবারও একটানা বৃষ্টি হলে আত্রেয়ীর জলস্রোত বাড়লে কাশিয়াখাড়ির গ্রাসে মহন্ত পাড়া গ্রামের একাংশও ভেসে যেতে পারে। এর ফলে গ্রামবাসীরা অবিলম্বে কাশিয়াখাড়ি সংলঘ্ন বাঁধ মেরামতের দাবী তুলেছে। এই ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।