নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকালের পর আবার আজ সকালবেলা হাওড়ার ঘুসুড়িতে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক তৈরী হয়। আগুন লাগার কারণে চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর মেলেনি।
আগুন লাগার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এখনো আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।