নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুবেরডাঙ্গা গ্রামের শ্রীচন্দনপুর মোড়ের কাছে গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাইকে থাকা অপর সওয়ারি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ওই যুবক একটি বাইকে করে বড়জোড়ার দিক থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিল। তখন উল্টো দিক থেকে একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার শ্রীচন্দনপুর মোড়ের কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকটিকে ধাক্কা মারে। এর জেরে বাইকে থাকা দু’জন যুবকই রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এরপর এলাকাবাসীরা দেখতেই দ্রুত উদ্ধার করতে ছুটে আসেন।
তারপর আহতদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আর সেখানেই এক জন যুবকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছেন। ওই দুর্ঘটনার পর থেকে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা জানান, “ঠিকভাবে নজরদারী চললে এই ছবি দেখতে হতো না।” পাশাপাশি দুর্লভপুর রাজ্য সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবীও ওঠে।