নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আজ গুজরাতের জুনাগড়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে সোমনাথ সড়কের উপর মালিয়ার ভান্দুরি গ্রামের কাছে পথ দুর্ঘটনায় ৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এছাড়া একটি গাড়িতে থাকা ২ জন যাত্রীর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, পাঁচ জন কলেজ পড়ুয়া গাড়িতে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। তখন আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। আর গাড়িটির গতি বেশী থাকার কারণে গাড়িটি উল্টে বিপরীত লেনে গিয়ে পড়ে। ঠিক ওই সময় উল্টো দিক থেকে ছুটে আসা আরেকটি গাড়ির সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ হয়। ফলে একটি গাড়িতে আগুন লেগে যায়। এরপর এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। আর পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান।
কিন্তু ততক্ষণে দুই গাড়িতে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। আর আগুন নেভানোর পরে মৃতদেহগুলি উদ্ধার করে মালিয়া সরকারী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ওই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদেহগুলি শনাক্ত করে তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।