নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গুজরাতের সোমনাথ মন্দির দর্শনে গিয়ে গতকাল সুরেন্দ্রনগর জেলার ছুদা পুলিশ স্টেশনের অন্তর্গত নভী মোরওয়াড গ্রামের কাছে হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর ৫ জন আহত হয়েছেন। মৃতরা হলো বর্ধমানের বাদশাহি রোডের রবীন্দ্র কানন এলাকার একই পরিবারের সদস্য রীতা মুখোপাধ্যায়, দেবব্রত মুখোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়া বর্ধমানের শ্যামলাল এলাকার বাসিন্দা অনিকেত এবং আসানসোলের কোর্ট মোড় এলাকার বাসিন্দা শুক্লা চট্টোপাধ্যায়। আর গাড়ির চালক গুজরাতের বাসিন্দা।
সূত্রের খবর, গত ১০ ই ফেব্রুয়ারী বর্ধমানের শ্যামলাল ও বাদশাহি রোড এলাকা থেকে ন’জন গুজরাতে বেড়াতে যান। কিন্তু রাস্তায় একটি ডাম্পার তাদের গাড়িটিকে ধাক্কা মারলে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। তাতে রীতা দেবী, দেবব্রতবাবু, ঋতব্রতবাবু, অনিকেতবাবু এবং শুক্লা দেবী ঘটনাস্থলেই মারা যান। এরপর আহতদের সুরেন্দ্রনগর শিবসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে গাড়ির চালকের মৃত্যু হয়। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here