নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ রাজস্থানের জমওয়ারামগঢ় এলাকার ধুলারাওজি গ্রামে একটি ছোটো কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে ৩ থেকে ৫ বছর বয়সী তিন জন শিশুও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, শঙ্করলাল নামে এক স্থানীয় বাসিন্দা ওই কারখানার মালিক। ওই কারখানায় আঁকার জিনিসপত্র তৈরী করা হত। কারখানাটিতে কয়েকটি ড্রামে তরল রাসায়নিক রাখা ছিল। এই অগ্নিকাণ্ডের সময় ওই তিন জন শিশু কারখানার ভিতরে ছিল। রমেশ নামে এক জন ব্যক্তি কারখানার ভিতরে ঢুকে তাদের বাঁচানোর চেষ্টা করেও শেষরক্ষা হয়নি।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। তদন্তকারীদের অনুমান, ওই কারখানায় রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আগামীকাল ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে সমস্ত নমুনা সংগ্রহ করবে।
মৃতরা হলেন- ২৫ বছর বয়সী রমেশ ও তার তিন বছরের মেয়ে জয়া। এছাড়া ৩ বছর বয়সী গরিমা এবং ৪ বছর বয়সী কালু নামে আরো দু’জন শিশু। এর পাশাপাশি অগ্নিকাণ্ডে এক জন শিশু সহ আরো তিন জন আহত হয়েছে যাদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।