নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার সাঁকরাইলের নবঘরা সরদার পাড়ায় গাঁজা বিক্রির অভিযোগে হাওড়ার সিটি পুলিশের হাতে গ্রেফতার কান্দুয়ার বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়ের স্বামী সহ মোট ৩ জন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। আজ ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়।
জানা গেছে, তদন্তকারীদের একটি দল রূপা দেবীর স্বামী নিমাই রায়ের বাড়িতে হানা দিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে। আর ওই ঘটনার তদন্তে নিমাই ওরফে নাদু ও তার দুই সাকরেত সত্যদেব সাহানী এবং আনোয়ারা বেগমকে গ্রেফতার করে। আর নাদু, সত্যদেব ও আনোয়ারার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন হাওড়া আদালতে তোলার সময় মূল অভিযুক্ত নিমাই রায় জানান, “দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছেন। এটা পারিবারিক ব্যবসা। বাবাও গাঁজার ব্যবসা করতেন। কিন্তু মাঝে ক’দিন বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি ফের এই ব্যবসা চালু করা হয়। আর এই ঘটনায় বিজেপির লোকেরা ফাঁসিয়েছে।” তবে কে বা কারা এই ঘটনার পেছনে আছে, সে ব্যাপারে নির্দিষ্ট কারোর নাম বলেননি। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here