ব্যুরো নিউজঃ আমেরিকাঃ গতকাল আমেরিকার উইসকনসিন ম্যাডিসনের অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে হঠাৎ ১ কিশোরী ছাত্রী বন্দুক বের করে সহপাঠীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর পর নিজে আত্মঘাতী হয়। এই ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছে। আর ৬ জন আহত হয়েছে। হামলাকারী স্কুলের ছাত্রীর বয়স মাত্র ১৭ বছর।
সূত্রের খবর, এই ঘটনায় ওই ছাত্রী ছাড়াও এক জন শিক্ষক ও এক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আর আহতদের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ওই স্কুলে মোট চারশো জন পড়ুয়া রয়েছে। বড়দিনের ছুটির আগে বিদ্যালয়ের শেষ সপ্তাহ চলছিল। ফলে বিদ্যালয় জুড়ে ছুটির মেজাজও ছিল। কিন্তু এরই মাঝেই এমন ঘটনা ঘটে যাওয়ায় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে। তবে সে এমন কাণ্ড ঘটালো কেন, তা এখনো জানা যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি, ওই ছাত্রীর সহপাঠী ও শিক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। উইসকনসিনের গভর্নর টনি ইভার্সও ঘটনাটিকে ‘বিধ্বংসী’ বলে চিহ্নিত করেছেন। আর সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে বলে আশ্বাসও দিয়েছেন। উল্লেখ্য যে, চলতি বছরে আমেরিকার মোট ৩২২টি স্কুলে গুলি চলেছে।
Sponsored Ads
Display Your Ads Here