নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা হুগলীর ডানকুনিতে মর্মান্তিক দুর্ঘটনায় এক দম্পতি সহ ৩ জন প্রাণ হারালেন। মৃতরা হলো সুজয় মজুমদার ও রিঙ্কি মজুমদার। আর সুজয় এবং রিঙ্কির বন্ধুর সৌরভ। বাড়ি হাওড়ার লিলুয়ার আনন্দনগর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, ওই তিন জন লিলুয়া থেকে মোটরবাইকে করে ডানকুনি যাচ্ছিল। কিন্তু পিছন থেকে একটি লরি এসে মোটরবাইকে সজোরে ধাক্কা মেরে সুজয়, রিঙ্কি ও সৌরভকে পিষে দিয়ে চলে যায়। পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে সুজয়, রিঙ্কি এবং সৌরভকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পুলিশ ঘাতক লরিটির খোঁজ চালানো শুরু করেছে।