নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ ভোরবেলা তামিলনাড়ুর থাঞ্জাভুর এলাকায় দেবীর মূর্তি নিয়ে শোভাযাত্রায় বেরিয়ে তড়িদাহত হয়ে প্রাণ হারালেন ১১ জন। নিহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, প্রতি বছরই এই সময়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কিন্তু ভোররাতেরবেলা শোভাযাত্রার রথটি কালিমেড়ু গ্রামের আপ্পার মন্দিরের কাছে গলির মুখে বাঁক নেওয়ার সময় একটি হাইটেনশন বৈদ্যুতিক তারের সাথে ঘষা লাগতেই মুহূর্তের মধ্যে পুরো রথটি তড়িদাহত হয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এর জেরে রথটিও সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রথের মধ্যে কিছু ভক্ত উপস্থিত ছিলেন। যার মধ্যে মোট ১১ জন প্রাণ হারিয়েছে। প্রায় ১৫ জন আহত হয়েছেন। এরপর তড়িঘড়ি আহতদের থাঞ্জাভুর মেডিকেলে কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code