নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল রাতেরবেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হুগলীর পাণ্ডুয়ার খন্যানে জিটি রোডের ধারের একটি পানশালায় হানা দিয়ে ওই হোটেল থেকে পুরুষ ও মহিলা সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছেন।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ওই পানশালায় মধুচক্রের আসর চলছিল। গতকাল রাতেরবেলা পাণ্ডুয়া এবং মগরা থানার পুলিশ সেখানে যৌথ ভাবে অভিযান চালিয়ে ওই পানশালার ঘর থেকে থেকে চার জন যুবক ও ছয় জন পুরুষ সহ মোট দশ জনকে গ্রেফতার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের দাবী, ধৃত তরুণীরা কেউই স্থানীয় নন। সকলেই বাইরে থেকে নিয়মিত ওই পানশালায় আসতেন। মূলত পানশালার আসা ক্রেতারাই তাদের নিশানা ছিল। ওই চক্রের সাথে পানশালার মালিকও জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই কাণ্ডে এই ঘটনায় ধৃতদের মধ্যে পানশালার দুই জন কর্মীও জড়িত থাকায় তাদের এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি এই ঘটনার পর থেকে পানশালা মালিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও ইতিমধ্যে পুলিশ তার সন্ধান চালা্নো শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here