নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ শীত পড়তেই ভোরবেলা চারপাশ ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকে। ফলে আজ সকালবেলা জলপাইগুড়ির জাতীয় সড়কের উপর পাহাড়পুর বালাপাড়ার কাছে লরির সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ১ জন বাইক আরোহীর।
জানা গেছে, ওই বাইক আরোহী ঘন কুয়াশার জেরে বুঝতে পারেননি যে সামনে দিয়ে একটি লরি এগিয়ে আসছে। এর জেরে সোজা গিয়ে লরিটিকে ধাক্কা মারতেই ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর স্থানীয়রা কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বিভাগকে খবর দিলে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তারপর আহত যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।