চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালে আচমকা কলকাতা পৌরসভার লাইসেন্স ডিপার্টমেন্টে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পৌরসভার কর্মীরা সিসিটিভি ক্যামেরায় এই আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তত্ক্ষনাত্ দমকল কর্মীদের খবর দেয়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, এই ঘটনায় আগুনের লেলিহান শিখা না দেখা দিলেও গোটা লাইসেন্স ডিপার্টমেন্ট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। প্রথমে পুরসভার কর্মীরাই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগায়। পুলিশ কর্মী ও দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, লাইসেন্স বিভাগের একটি পাখা থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
যদিও এই ঘটনায় কেউ হতাহত না হলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু নিশ্চিতভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কতো হয়েছে তা অবশ্য জানা যায়নি।