অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা বৌবাজারের একটি রাসায়নিকের গুদামের বেসমেন্টে আগুন লেগেছে। এছাড়া সংলগ্ন একটি দোকানেও আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। কিন্তু এই ঘটনায় গুদামের ক্ষয়-ক্ষতি হলেও কেউ আহত হননি।
স্থানীয় সূত্রের খবর, ওই গুদামে মূলত আঠা তৈরীর রাসায়নিক রাখা ছিল। আর আগুনের কারণে একের পর এক রাসায়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরী হয়। এরপর দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে তিনটি ইঞ্জিন নিয়ে সেখানে পৌঁছায়।
পরে আরো দু’টি ইঞ্জিন আনা হয়। দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টায় চেষ্টাতেও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি। কিন্তু গুদাম সংলগ্ন বাড়ি থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই গুদামে আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা না থাকা নিয়ে অভিযোগ উঠছে।