শেয়ার মার্কেটে নামলো ভয়ানক ধস, হুড়মুড়িয়ে পড়লো সেনসেক্স-নিফটি

Share

নিজস্ব সংবাদদাতাঃ আজ সকাল ৯টায় বাজার খুলতেই সেনসেক্সের সূচক প্রায় ৩০০০ পয়েন্ট পড়ল। আর নিফটিতেও ব্যাপক পতন হয়েছে। নিফটির সূচক ১০০০ পয়েন্ট পড়েছে। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের জেরেই শেয়ার বাজারে এই ধস নেমেছে।

এদিন শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্সের সূচকে ২৫৬৫.৭৪ পয়েন্ট পতন হয়। একধাক্কায় সেনসেক্স ৭২,৭৯৯.৯৫ অঙ্কে নেমে দাঁড়ায়। অন্যদিকে, এনএসই নিফটি৫০-র সূচকেও ৮৩১.৯৫ পয়েন্ট পতন হয়ে ২২,০৭২.৫০ অঙ্কে নেমে দাঁড়ায়। সকালবেলা ১০টায় সেনসেক্স ২৭০০ পয়েন্ট কমে দাঁড়ায়। নিফটির সূচক ২২ হাজারে দাঁড়িয়ে। স্মল ক্যাপ ইনডেক্স প্রায় দশ শতাংশ পতন হয়েছে। মিড-ক্যাপ ৭.৩ শতাংশ পতন হয়েছে।


শেয়ার বাজারের এই ধসে টাটা স্টিল ব্যাপক প্রভাবিত হয়েছে। এক ধাক্কায় ১১.২৫ শতাংশ পতন হয়েছে। টাটা মোটরসের শেয়ারেও ৮.২৪ শতাংশ পতন হয়েছে। টেক মাহিন্দ্রার স্টকে ৬.৭০ শতাংশ পতন হয়েছে। ইনফোসিস ও এইচসিএল টেকেরও শেয়ারে ৬ শতাংশ পতন হয়েছে। শুধু দালাল স্ট্রিটই নয়, সমগ্র এশিয়ার স্টক মার্কেটেরই এই পরিস্থিতি। ওয়াল স্ট্রিটে বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারে ৪.৩১ শতাংশ পতন হয়েছে, ন্যাসডাকে নতুন করে ৫.৪৫ শতাংশ পতন হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031