নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের মানখুর্দের সাথীনগর এলাকায় সন্ধ্যাবেলা একটি পাঁচ তলার আবাসনে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে লিফটে আটকে মৃত্যু হলো এক ১৬ বছর বয়সী রেশমা খারভি নামে এক জন কিশোরীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলি উপলক্ষে রেশমা ঠাকুমার ওই আবাসনে ঘুরতে এসেছিল। সেখানে বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে আবাসনের নীচে নেমে আসে। এরপর তাকে চোর সাজানো হলে বন্ধুরা লুকিয়ে পড়লে তাদের খুঁজতে খুঁজতে আবাসনের লিফটের কাছে চলে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
বন্ধুরা লুকিয়েছে কিনা, তা দেখতে লিফটের কাছে ফাঁকা জানালার মতো অংশে মুখ বাড়াতেই হঠাৎ উপর থেকে লিফট পড়ে রেশমার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্তে নেমে জানতে পারেন যে আগে থেকেই লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় রেশমার পরিবার আবাসনের দায়িত্বে থাকা কমিটির দিকে গাফিলতির অভিযোগ এনেছেন। রেশমার বাবা রবি খারভির দাবী, “এই ধরনের বিপর্যয় এড়াতে আবাসন কর্তৃপক্ষের তরফে লিফটের কাছে সতর্কবার্তা লিখে রাখা উচিত ছিল।” পুলিশ ইতিমধ্যেই ওই আবাসনের চেয়ারম্যান ও সেক্রেটারীকে গ্রেফতার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here