নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণীর এক নাবালিকা স্মার্ট ফোন কেনার জন্য পরিবারের অজান্তে বালুরঘাট জেলা হাসপাতালে রক্ত বিক্রি করতে আসে। প্রতিবেশীর ফোন থেকে ফোনটি অনলাইনে অর্ডার করে টাকার জোগাড় করতে বালুরঘাট জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত বিক্রি করতে আসে। কিন্তু নাবালিকাকে দেখে হাসপাতালের কর্মীদের সন্দেহ হতেই তাকে আটক করে বালুরঘাট চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়।
দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রক্ত বিক্রি আইনত নিষিদ্ধ করেছে। কিন্তু নাবালিকার রক্ত বিক্রি করার কারণ শুনে হাসপাতালের কর্মীরা চমকে যান। এরপর চাইল্ডলাইনের কর্মীদের মাধ্যমে নাবালিকার বাড়িতে খবর পৌঁছায়। পরে চাইল্ডলাইনের তরফে তাকে চাইল্ড ওয়েলফেয়ারের কাছে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়। গতকাল মেয়ের সঙ্গে মা-বাবারও কাউন্সেলিং করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
চাইল্ডলাইনের দায়িত্ব থাকা রীতা মাহাতো জানান, ‘‘ওই নাবালিকাকে কাউন্সেলিং করে জানা গেছে, সে মোবাইল কেনার টাকা জোগাড় করতে রক্ত বিক্রি করতে গিয়েছিল। ওকে কেউ খারাপ বুদ্ধি দিয়েছে। তাই করদহ থেকে বালুরঘাটে চলে আসে। ওই নাবালিকার পরিবারের সাথে কথা বলে ওই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ারে পাঠানোর কথা ভাবা হয়েছে।’’ তবে এই ঘটনায় হাসপাতাল চত্বরে রীতিমতো হইচই পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here