নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘায় সমুদ্রে স্নানে নেমে মামা-ভাগ্নে তলিয়ে যাচ্ছিলেন। কোনোমতে মামাকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ভাগ্নে নিখোঁজ। পুরানো দিঘায় সি-হক ঘোলা সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে। নিখোঁজ যুবক স্বপন মালিক। বয়স ২৫ বছর। হুগলীর তারকেশ্বর এলাকার বাসিন্দা। বেসরকারী সংস্থায় কর্মরত ছিল।
জানা গেছে, দু’দিন আগে স্বপন কর্মসূত্রে দিঘা মোহনা থানার উত্তর খাদাল গোবরার বাসিন্দা মামা তপন সানার বাড়িতে গিয়েছিল। গতকাল মামা-ভাগ্নে সমুদ্রে স্নানে নামেন। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের তোড়ে দু’জন তলিয়ে যায়। খবর পেয়ে নুলিয়ারা মামাকে উদ্ধার করলেও এখনো স্বপনকে উদ্ধার করা যায়নি। তবে দিঘা মোহনা কোস্টাল থানার উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি জারি রেখেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code