নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর আরামবাগের ডিহিবাগনানের মিরপাড়া এলাকায় মাঠে খেলতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই বোনের। মৃতারা হলো ৫ বছর বয়সী কেশবপুর এলাকার বাসিন্দা রনিতা পণ্ডিত ও ১২ বছর বয়সী মৌমিতা প্রামাণিত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌমিতা কেশবপুর এলাকার বাসিন্দা এবং রনিতা বেশ কিছু দিন ধরে ডিহিবাগনানে মামা সুপ্রভাত পণ্ডিতের বাড়িতে থাকছিল। মামাতো বোন রনিতাকে নিয়ে মৌমিতা বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে খেলতে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে ছুটে বাড়ি ফিরে আসতে গিয়ে রনিতা ও মৌমিতা বজ্রাঘাতে একেবারে ঝলসে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। এছাড়া পুলিশকেও খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ দুটি দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here