নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ সেবক বাঁকপুল বা করোনেশন ব্রিজ ও কালিঝোড়ার মাঝে দশ নম্বর জাতীয় সড়কে ধস নামার জেরে এই এলাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে যানজটও তৈরী হয়। পরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিন রোদ ঝলমলে পরিবেশেও সিকিমগামী ওই সড়কটিতে ধস নামে। কিন্তু তীব্র গরমে ধস নামার প্রসঙ্গে প্রাথমিক ভাবে প্রশাসন সূত্রে জানা যাচ্চছে যে, সেবক থেকে সিকিমের রংপো অবধি যে রেল টানেল তৈরী করা হচ্ছে, তার জেরেও ধস নামতে পারে। যদিও পুরো পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পুরো বিষয়টি বলা সম্ভব।