নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোডে অবস্থিত একটি বহুতলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ওই আবাসনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুহূর্তের মধ্যে আগুন সমগ্র আবাসনে ছড়িয়ে পড়ে। এরপর দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন লাগলো কিভাবে তা জানতে দমকল কর্মীরা তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা এলাকায় ভিড় জমাতে শুরু করেন। যদিও ভক্তিনগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
Sponsored Ads
Display Your Ads Here