অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা হাইকোর্ট চত্বরে আগুন লেগে উত্তেজনা তুঙ্গে। টেম্পল চেম্বার, যেখানে একাধিক বিশিষ্ট আইনজীবীদের চেম্বার রয়েছে, এমনকি বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও চেম্বার রয়েছে, সেখানে আগুন লেগেছে। আবার আইনজীবীদের প্রচুর গাড়িও পার্ক করা হয়েছে। আর আশেপাশে অনেক দোকানও রয়েছে। গোটা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
জানা গেছে, আইনজীবীরা ভয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। প্রাথমিকভাবে দোকানীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এই ঘটনার পরই দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসেন। পাশাপাশি আইনজীবীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে ঘিঞ্জি এলাকা ও ট্রাফিক বেশী থাকার জন্য দমকল কর্মীদের আসতে বেশ খানিকটা বেগ পেতে হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এখানে একাধিক খাবারের দোকান থাকায় সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে, শতাব্দী প্রাচীন টেম্পল চেম্বারে প্রচুর তার ছড়িয়ে থাকায়, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।