নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দীর্ঘদিন ধরে হাওড়ায় বন্ধ হয়ে পড়ে থাকা বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় গতকাল আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে মোট বারোটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানার ভিতরে জমিয়ে রাখা কাঠ ও অন্যান্য সামগ্রীতে কোনো ভাবে আগুন লেগে যায়। আর এগুলি দাহ্য হওয়ায় আগুন সহজেই ছড়িয়ে পড়ে। আবার মনে করা হচ্ছে যে, বন্ধ কারখানা থেকে গ্যাস কাটারের সাহায্যে লোহার যন্ত্রাংশ কেটে বের করার কাজ চলাকালীন সেই গ্যাস কাটারের আগুনের ফুলকি থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। জেলার নগরপাল প্রভীন কুমার ত্রিপাঠি খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানান, “বন্ধ কারখানায় আগুন লাগলো কিভাবে তা জানতে তদন্ত করা হবে। ফরেনসিক দল ঘটনাস্থলে আসবে। আর যারা কারখানা দেখাশোনার দায়িত্বে থাকেন তাদের ভূমিকা দেখা হবে। দমকলের থেকে রিপোর্ট নেওয়া হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য যে, বার্ন অ্যান্ড কোং ও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগন কোম্পানীর মিশেলে এই বার্ন স্ট্যান্ডার্ড নির্মিত। ১৯৭৬ সালে এই কোম্পানীর জাতীয়করণ হয়েছিল। এই সংস্থা দেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম অগ্রণী ওয়াগন নির্মাতা হিসেবেই পরিচিত ছিল। হাওড়া এবং বার্নপুরে সংস্থার কারখানা ছিল। ২০১৮ সালের শুরুতে বার্ন স্ট্যান্ডার্ড গোটানো ও সমস্ত কর্মীকে স্বেচ্ছাবসর দেওয়ার কাজ শুরু হয়। ফলে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় ছ’শো কর্মীর কাজ হারিয়ে যায়। সেই থেকে এই কারখানা বন্ধই পড়ে ছিল।