নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায় ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছেই নিমাপুর গ্রামের ব্রাহ্মণী নদীতে কুমিরের হামলায় মৃত্যু হয় পঞ্চম শ্রেণীর ১০ বছর বয়সী এক জন স্কুল পড়ুয়ার। পরে নদী থেকে আধ খাওয়া অর্ধাংশ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ওই পড়ুয়া নদীতে স্নান করতে নামলে একটি কুমির আক্রমণ করে। এরপর কুমিরের হামলার কথা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা নদীতে নেমে ওই পড়ুয়াকে খুঁজতে শুরু করেন। তারপর প্রায় এক ঘণ্টা পর তার আধ খাওয়া অর্ধাংশ দেহ নদী থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এই মরসুমে নোনা জলের কুমিররা প্রাকৃতিক কারণেই হিংস্র হয়ে পড়ে। যেকোনো রকম বাধার মুখে পড়লেই হামলা করতে পারে। রাজনগর ম্যানগ্রোভ অরণ্য ডিভিশনের আধিকারিকরা জানান, “সম্ভবত ওই পড়ুয়া কুমিরের সামনে পড়ে যাওয়ায় কুমিরটি হামলা করে।”
আপাতত মৃত পড়ুয়ার পরিবারকে ছয় লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রসঙ্গত, বন দপ্তর সূত্রে খবর, ভিতরকণিকা জাতীয় উদ্যান ও তৎসংলগ্ন মহানদী ব-দ্বীপ অঞ্চলে ১ হাজার ৭৯৩টি নোনাজলের কুমির আছে।