নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচকের নাবাদিয়াটোলা এলাকায় মোবাইলে গেম খেলা নিয়ে মায়ের কাছে বকুনি খাওয়ার পর ঝুলন্ত দেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ছাত্রীর। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ওই ছাত্রীর মোবাইলে গেম খেলা নিয়ে ভাইয়ের সাথে বচসা শুরুর পর মা মোবাইলটি কেড়ে নেন। আর মেয়েকে বকুনি দেন। এরপর ওই ছাত্রী ঘরে ঢুকে অভিমানে দরজা বন্ধ করে দেয়। কিন্তু দীর্ঘক্ষণ দরজা না খোলায় মা ছেলেকে ছাউনি সরিয়ে ঘরে ঢুকতে বললে ঘরে ঢুকে দেখা যায়, ওই ছাত্রী গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানয়ের সঙ্গে ঝুলছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তারপর দ্রুত তাকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন।