ব্যুরো নিউজঃ ফিলিপিন্সঃ এক সপ্তাহ যেতে না যেতেই আজ আবার ফিলিপিন্স শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। গত ১০ ই অক্টোবর ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১ ছিল। ভূমিকম্পে এখনো ক্ষয়-ক্ষতির খবর না পাওয়া গেলেও জোরালো মাত্রার হওয়ায় বেশ ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, ১৭ ই অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিট নাগাদ (ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিট) ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। সুনামির সতর্কতা জারি না করা হলেও প্রশাসন উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরে আসতে নির্দেশ দিয়েছে। এই জোরালো ভূমিকম্পের পর একাধিক আফটার শক হতে পারে বলেই স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code