নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গভীর রাতেরবেলা জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা-বাগানে একটি দলছুট হাতি রেশন দোকানে ঢুকে ভাঙচুর চালিয়ে সেখানে মজুত থাকা আটা, চাল-গম সব সাবাড় করে দিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিটি খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে গেলে চা বাগানের স্টাফ লাইনের কাছে চলে আসে। যেখানে পাশে একটি রেশনের দোকান ছিল। সেখানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
পরে বাগানকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাজি ফাটিয়ে শ্রমিক লাইন থেকে হাতিটিকে তাড়িয়ে দেন। এরপর গতকাল আবার স্টাফ লাইনের ওই রেশন দোকানে এসে আটা সহ চাল-গম সব খেয়ে একেবারে শেষ করে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here