শিশুদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে কলকাতা ডিএলএসএ ও বিতান এনজিওর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান

Share

নিজস্ব সংবাদদাতাঃ আজ ৩০শে জুলাই ‘মানব পাচার বিরোধী দিবস।’ আর এই উপলক্ষ্যে কলকাতা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ও বিতান এনজিও সংস্থার তরফে ‘এক্সেস টু জাস্টিস’ প্রজেক্টের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। চলতি বছরের থিম ‘লেফট ন ওয়ান বিহাইন্ড এন্ড ফাইন্ড এগেইনস্ট ট্রাফিকিং।’ অনুষ্ঠানে DLSA সেক্রেটারী মাননীয়া মৌ ঘটক মজুমদার এবং AHTU ভারপ্রাপ্ত আধিকারিক সহ কলকাতা জুডিশিয়ালের বেশ কিছু থানার আধিকারিক ও কিছু আইনজীবী উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে বেশ কিছু স্কুল ছাত্রী উপস্থিত হয়েছিল।

প্রথমে DLSA এর সেক্রেটারী ম্যাডাম মৌ ঘটক মজুমদার দিনটির বিশেষত্ব সম্পর্কে জানান। এছাড়া যাতে বিষয়টির উপরে আরো বেশী সচেতন হওয়া যায় সেই বিষয়ে নজর দিতে বলেছেন। এরপর কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একজন প্রতিনিধি সকলকে পাচার বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করলেন যে, কেন কারা কিভাবে পাচার করে? তারপর পাচারকারীদের শনাক্ত করা যায় কিভাবে এবং এরপর শিশুকে উদ্ধার করার পর কি কি পরিষেবা দিতে হয় সেই বিষয়ও বলেন।


  


পাশাপাশি বিতান এনজিও পক্ষ থেকে প্রতিনিধি সুজাতা ভট্টাচার্য জানিয়েছেন, ” ‘বিতান’ কলকাতার বিভিন্ন স্কুল ও কমিউনিটিতে একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, শিশু শ্রমিক, বাল্যবিবাহ, শিশুদের উপর যৌন অত্যাচার সহ শিশু পাচার বিষয়ের উপরে জন সচেতনতা শিবিরের আয়োজন করে চলেছে। আর জনসাধারণকে আরো সচেতনমুখী এবং সাবধানতা অবলম্বন করার প্রেরণা জাগিয়ে তুলছে।”


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031