নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নির্বাচনী পর্বের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে তফশিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর বুথে লোধা সম্প্রদায়ের ওই বধূর অভিযোগ, ‘‘ওই জওয়ান জল খেতে চেয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর জলের বোতল দিলে জলও খেয়েছেন। কিন্তু তারপরই ওই জওয়ান আপত্তিকর ব্যবহার করেন।’’ এই অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যান। আর ওই জওয়ান ও তার সঙ্গীদের ঘিরে রেখে ডেবরা থানার পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে সংশ্লিষ্ট বাহিনীর আধিকারিকদের হাতে তুলে দেয়। পাশাপাশি ওই জওয়ানের কাছ থেকে সার্ভিস আর্মসও কেড়ে নেওয়া হয়। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এই প্রসঙ্গে জানান, ‘‘ডেবরায় সিআরপিএফের বিরুদ্ধে একটি বাড়িতে ঢুকে এক জন মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যারা আমাদের রক্ষক, যারা ভোটটা করাবেন, সেই চৌকিদারদের বিরুদ্ধেই যদি শ্লীলতাহানির অভিযোগ ওঠে, তবে আমরা কোথায় আছি!’’