নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জলমগ্ন রাস্তা দিয়ে সদ্য মা হওয়া রোগীকে টিউবে করে হাসপাতালে নিয়ে যাওয়াকে ঘিরে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ‘‘ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকায় একটি খাল রয়েছে। দীর্ঘ পনেরো বছর ওই খালের সংস্কার হয়নি। রাস্তার অবস্থাও শোচনীয়। অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান জল জমে যায়। আর বেশী বৃষ্টি হলে তো দুর্ভোগের অন্ত নেই।’’ এদিন এলাকার লক্ষ্মী নায়েক ও তার পরিবারকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র দশ দিন আগে লক্ষ্মীর সিজার করে একটি সন্তান হয়েছে। আর কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। ফলে লক্ষ্মীকে টিউবে বসিয়ে জলমগ্ন রাস্তা পার করিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। লক্ষ্মীর পরিবার তথা এলাকাবাসীদের দাবী, ‘‘প্রতি বছর বৃষ্টির সময় কাউকে হাসপাতাল নিয়ে যেতে হলে টিউবই একমাত্র ‘যান’। এছাড়া আর কোনো উপায় থাকে না। রাস্তা সংস্কারে প্রশাসনের কোনো হেলদোল নেই।’’ এদিকে, পঞ্চায়েত প্রধান পূর্ণিমা ভুঁইয়া জানান, ‘‘দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার করা হবে।’’