মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ দুপুর নাগাদ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের ঘোষপাড়া রোডের লালকুঠি এলাকায় অতীন্দ্র সিনেমা হলের পাশে একটি ক্যাফে ও শপিং মলে আগুন লেগে শোরগোল ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিনেমা হলের পাশে একটি ক্যাফে রয়েছে। প্রথমে সেখান থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে ওই ক্যাফের নীচে থাকা টাটার বিখ্যাত পোশাকের দোকান জুডিওতেও আগুন ছড়িয়ে পড়ে। আর যে এলাকায় এই আগুন লেগেছে তার পাশে একাধিক নামজাদা সংস্থার রেস্তোরাঁ সহ একাধিক বিখ্যাত বিপণন কেন্দ্র রয়েছে। ফলে আগুন যাতে বেশী ছড়িয়ে পড়তে না পারে তড়িঘড়ি বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের জেরে ব্যস্ত রাস্তায় যানজট সৃষ্টি হয়। আর স্থানীয় দোকানদারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিভাবে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ভাবে অনুমান, শর্টসার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।