চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। চাঁদ পুরোপুরি পৃথিবীর প্রচ্ছায়া কোণে চলে যাবে। একটু একটু করে আড়ালে চলে যাবে। চাঁদের রঙ রক্তের মতো লাল হয়ে যাবে। বেশ কয়েক ঘণ্টা ধরে এই দৃশ্য দেখা যাবে। পজিশনাল অস্ট্রোনোমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন সেই বিষয়ে বিস্তারিত জানালেন।
আজ এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ার কথা। পূর্ণগ্রাসের সময় ১ ঘণ্টা ২২ মিনিট। আর মোট গ্রহণের সময় সাড়ে তিন ঘণ্টা। রাতেরবেলা ৯টা ৫৭ মিনিটে গ্রহণ শুরু হবে। আর ১১টা ১ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে। যা ১২টা ২৩ মিনিটে শেষ হবে। ১টা ২৭ মিনিটে চাঁদ ক্রমে ক্রমে পুরোপুরি প্রচ্ছন্নকোণ থেকে বের হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ শে জুলাই সব থেকে দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায়। যাতে ১ ঘণ্টা ৪৩ মিনিট সময় লেগেছিল। আর ২০২২ সালের ৮ ই নভেম্বর ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে পূর্ণগ্রাস গ্রহণ হয়।
এছাড়া ২০২৩ সালের অক্টোবর মাসে একটা আংশিক গ্রহণ দেখা গিয়েছে। পরবর্তী সময় ২০২৮ সালের ৩১ শে ডিসেম্বর এরকম পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এদিন এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। আর পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদের রঙ লাল হয়ে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here