নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন পনাশগুড়ি গ্রাম থেকে উদ্ধার রাইজোমাইনি উপজাতির ১টি বাঁশের ইঁদুর। যাকে সামলাতে নাজেহাল বন দপ্তরের কর্মীরা। দিনভর বাঁশের ইঁদুরের কান্না সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। কিন্তু এই বিরল প্রজাতিকে দেখতে কৌতূহলীরা ব্যাপক ভিড় জমিয়েছিল।
জানা গেছে, বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন একটি নদীর ধারে এলাকাবাসীরা ইঁদুরের থেকে বৃহৎ আকারের প্রাণীটিকে দেখে আঁতকে ওঠেন। কারণ এই ইঁদুর ঠিক উল্টো দিকে হাঁটে। আর কান্না মানব শিশুদের মতো। এরপর বনদপ্তরের কাছে খবর দেওয়া হলে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এসে ইঁদুরটিকে উদ্ধার করেন। বনকর্মীদের কথায়, ‘‘এই বাঁশের ইঁদুরদের অনুভূতি প্রবল। একদম বাচ্চাদের মতো কাঁদে।
Sponsored Ads
Display Your Ads Here
বাঁশ বাগানে থাকে। তৃণভোজী প্রাণী। বাঁশের কোরল খায়। এই বিরল প্রজাতির ইঁদুর ‘ব্যাম্বু র্যাট’ নামে পরিচিত। মূলত দক্ষিণ-পূর্ব নেপাল থেকে দক্ষিণ চিন ও মায়ানমার সহ তাইল্যান্ড অবধি উচ্চভূমিতে বাঁশের বাগানে বাস করে। তবে বৈকুণ্ঠপুর জঙ্গলে প্রথম বাঁশের ইঁদুর দেখতে পাওয়া গিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সুস্থই আছে। তাই আবার তার বিচরণ ক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here