নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার শিল্পাঞ্চলে এক ব্যক্তিগত জেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের মাঠে আছড়ে পড়লো। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভেঙে ‘ভিটি-ডিইজেড’ জেটটি জেট সার্ভিস এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন।
সূত্রের খবর, বিমানটি ফারুখাবাদের কোতোয়ালি মোহাম্মদাবাদের একটি বিমানঘাঁটি থেকে উড়েছিল। ছোটো ওই বিমানটিতে দু’জন পাইলট সহ বেশ কয়েক জন যাত্রী ছিলেন। কিন্তু ওড়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে চারশো মিটার এগোতেই রাস্তার ধারে আছড়ে পড়ে। শেষ মুহূর্তে দু’জন পাইলট ও যাত্রীরা বিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে সকলেই আহত হয়েছেন।
এই বিমানে উডপিকার গ্রিন এগ্রি নিউট্রিপ্য়াড প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কর্তা সওয়ারী ছিলেন। উত্তরপ্রদেশে বিয়ারের কারখানা তৈরী সংক্রান্ত একটি কাজেই এসেছিলেন। এছাড়া তাঁর সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের এক কর্তা ও ওই সংশ্লিষ্ট সংস্থার বেশ কয়েক আধিকারিক ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটির কোনো একটি চাকায় হাওয়া কম থাকায় রানওয়েতে উড়ান নেওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে আছড়ে পড়ে। এদিকে, এই দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) সহ পুলিশ ও প্রশাসনের অন্য উচ্চপদস্থ কর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। আর দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা খতিয়ে দেখছেন।