নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার লিলুয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে ভ্রূণ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকি স্থানীয় এক জন তৃণমূল নেতা এই হামলার নেতৃত্ব দিয়েছেন।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেখান থেকে বাড়ি ফেরার পরে হুমকিও দেওয়া হয়। এরপরেই লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত প্রেমানন্দবাবু এবং রবিনকে গ্রেফতার করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে। এরসাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওই কাণ্ডে মূল অভিযুক্ত কেশব হালদার যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘ঘটনার দিন সন্ধেবেলা আমি ওখানে ছিলাম না। এই ঘটনার বিন্দুবিসর্গ জানি না।’’
জেলার সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ এই বিষয়ে বলেন, ‘‘বিষয়টি কি ঘটেছে তা জানি না। খোঁজ নেব। তবে আইন আইনের পথে চলবে।’’