ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের অন্তর্গত কোয়েটা শহরের আধাসেনার সদর দপ্তর সংলগ্ন এলাকা কেঁপে উঠলো। এই ঘটনায় এখনো অবধি ১০ জনের মৃত্যু হয়েছে। আর ৩২ জনের অধিক গুরুতর ভাবে আহত হয়েছেন। এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের শেহবাজ সরকারের দিকে প্রশ্ন উঠছে।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেছে, কোয়েটার একটি ব্যস্ত সড়ক দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় হঠাৎ তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণস্থলের অদূরেই পাকিস্তানের আধাসেনা ফ্রন্টেয়ার কনস্ট্যাবুলারির সদর দপ্তর।
প্রাথমিক ভাবে অনুমান, বোমার মতো ফেটে পড়া ওই গাড়ি বিস্ফোরকে ঠাসা ছিল। পুলিশের ধারণা, ভয়াবহ বিস্ফোরক ছাড়া এই ধরণের বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো গোষ্ঠীর দিকেই দায় দেওয়া হয়নি। এমনকি, কেউ দায় স্বীকারও করেনি।
তবে স্বাভাবিক নিয়মেই সেনা-প্রশাসন বালোচিস্তানে সংগঠিত সন্ত্রাস বাহিনীগুলির দিকে নজরে দিয়েছে। আপাতত প্রশাসন মৃতদেহ উদ্ধার করছে। আর আহতদের স্থানীয় সিভিল হসপিটাল কোয়েটায় পাঠানো হয়েছে। বালোচিস্তানের প্রদেশীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘‘মৃত্যু ও আহতের সংখ্যা এখনো প্রাথমিক পর্যায়েই জানা সম্ভব হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে এই সংখ্যা বাড়তে পারে বলেই ধারণা।’’
