পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় থানার ১ জন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি বাড়ি জলপাইগুড়িতে গিয়েছিলেন। আর সেখান থেকে ফিরে আসার পরই এই মর্মান্তিক পরিণতি। মৃত পুলিশ অফিসারের নাম সুভাষচন্দ্র রায়। বয়স ৫৬ বছর। ভাঙড় ডিভিশনের চন্দনেশ্বর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুভাষচন্দ্রবাবু বাড়ি থেকে ফিরে এসে গতকাল রাতেরবেলা ডিউটি জয়েন করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। আর সকালবেলা অসুস্থতা বোধ করায় থানা লাগোয়া চন্দনেশ্বর বাজার থেকে কিছু ওষুধ কিনে খেয়েছিলেন। তবে এদিন দুপুরবেলা হঠাৎ অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে। পাশাপাশি সুভাষচন্দ্রবাবুর বাড়িতেও খবর দেওয়া হয়। এই ঘটনায় মৃতের পরিবার ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েছেন।