বিধ্বংসী আগুনে পুড়ে ছাই খড়ের স্তূপ
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ গতকাল রাতের বেলা উত্তর দিনাজপুরের ইসলামপুরে গোয়ালপোখর থানার ভাটিয়াপাড়া গ্রামে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। নিমেষের মধ্যে দ্রুত সেই আগুন বিধ্বংসী আকার ধারণ করে। প্রাথমিক ভাবে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এরপর স্থানীয় বাসিন্দারা গোয়ালপোখরের দমকল বাহিনীকে খবর দিলে দমকল আধিকারিকদের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। কিন্তু আগুন লাগার কারণ জানা যায়নি। খবরটি পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টির বিশদে তদন্ত শুরু করেন।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।