নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের পর এবার হুগলীর চন্দননগর মহকুমা হাসপাতালে দেরী করে ভর্তির সিদ্ধান্তে রোগী মৃত্যুর অভিযোগ উঠল সরকারী হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, গতকাল ৬৫ বছর বয়সী চুঁচুড়ার উত্তর সিমলাপোল এলাকার বাসিন্দা কাশীনাথ মল্লিক নামে শ্বাসকষ্টে ভোগা এক বৃদ্ধকে চন্দননগর মহকুমা হাসপাতালে দেরি করে ভর্তি নেওয়ার অভিযোগ ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই কাশীনাথবাবু মারা যান। এরপর মৃতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে ওয়ার্ড-মাস্টার মৃতের পরিবারের সদস্যদের হাসপাতালের রোগীদের লিফটে উঠতে বারণ করায় ওয়ার্ড-মাস্টারকে ওই পরিবারের সদস্যরা ডাস্টবিনের কাছে ফেলে বেধড়ক মারধর করেন। পুলিশ খবর পেয়ে মারধরের অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে ভর্তিতে দেরীর অভিযোগ নিয়ে হাসপাতালের সুপার অভিরূপ সিংহ কোনো মন্তব্য করেননি।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, ‘‘রোগীকে প্রথমে ভর্তি করতে না চাওয়ার অভিযোগের বিষয়ে খোঁজ নেব। কিন্তু ওয়ার্ড-মাস্টারকে মারধরের অভিযোগটিও গুরুতর। বিষয়টি পুলিশকে জানাতে বলেছি।’’ তবে কাশীনাথবাবুর ছেলের দাবী, ‘‘আমাদের এক আত্মীয় প্রতিবন্ধী হওয়ায় লিফটে উঠতে গেলে ওই ওয়ার্ড-মাস্টার বাধা দিয়ে গালিগালাজ শুরু করেন। তখন তাকে শুধু চড়-থাপ্পড় মারা হয়।’’