ব্যুরো নিউজঃ মিশরঃ মিশরের ইজিপ্টে রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জন শিশু সহ প্রায় ২১ জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নীল নদের খাদে গিয়ে পড়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, স্ট্রিয়ারিং হুইলের সমস্যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও এর আগে গত অক্টোবর মাসে একটি ট্রাক মিনিবাসে ধাক্কা মারতেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাই মাসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে একটি বাসের ধাক্কা লাগতেই ২৩ জনের মৃত্যু হয়। আর ৩০ জন আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here