চয়ন রায়ঃ কলকাতাঃ আজ আচমকা কলকাতার বউবাজারের সবজিবাজার এলাকায় একশো বছরের পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো বাড়িটির এক তলার বারান্দার একটি অংশ হঠাৎই ভেঙে পড়ে। তবে সেই সময় বাজার উঠে যাওয়ায় বড় কিছু ঘটেনি।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে জানান, ‘‘এটি কলকাতার অন্যতম পুরোনো বাজার এলাকা। যখন ওই ঘটনাটি যখন ঘটেছে তখন বাজার উঠে গিয়েছিল বলে বাঁচোয়া। নইলে বড়োসড়ো কিছু ঘটে যেতে পারত। পুরসভার লোক এসেছে ভেঙে পড়া অংশ পরিষ্কারের কাজ শুরু করেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here