ব্যুরো নিউজঃ চীনঃ মাত্র দু’মাস আগে চীন দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশের মায়ারকাং শহরের অদূরে তিব্বতের সঙ্গে সংযোগরক্ষাকারী মূল সেতুটি বানিয়েছিল। দু’দিকে খাড়া পাহাড়ের মাঝ দিয়ে নদী বয়ে গিয়েছে। যার উপর দিয়েই হংকি সেতুটি নির্ম হয়েছিল। কিন্তু আজ পাহাড় ভেঙে নেমে আসা টন টন পাথরের আঘাতে সেতুর একাংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ফলে তিব্বতের একাংশের সাথে মূল চীনা ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রের খবর, জাতীয় সড়ক জি৩১৭-র উপর তৈরী ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুর মাধ্যমে চিনা পিপল্স লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) বিস্তীর্ণ অঞ্চলে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করত। তবে পাহাড়ে ক্রমাগত ফাটল ধরায় পাহাড় ভেঙে হুড়মুড়িয়ে এই সেতু ভেঙে পড়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত সেতু সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে চীনা প্রতিষ্ঠান সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ গিরিখাতের তলদেশ থেকে প্রায় ৬৫২ মিটার উঁচুতে তৈরী এই কংক্রিটের সেতুটির নির্মাণ কাজ শেষ করেছিল। সেপ্টেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল। প্রসঙ্গত, কয়েক বছর আগে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের সাথে চীনের সংযোগরক্ষাকারী হাসানবাদ সেতু হড়পা বানে ভেঙে পড়েছিল। চীনা ইঞ্জিনিয়ারদের তৈরী ওই সেতু ভেঙে যাওয়ায় বেজিং বালোচিস্তানের গ্বদর বন্দর থেকে পণ্য পরিবহণ সামরিক ভাবে বন্ধ রেখেছিল।
Sponsored Ads
Display Your Ads Here









