নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামী ২৮ শে আগস্ট গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে সুপারটেকের ৪০ তলার জোড়া ভবন ধ্বংস করা হবে। গত বছরই সুপ্রিম কোর্ট এলাকার নির্মাণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সুরক্ষাবিধি মেনে এই জোড়া অট্টালিকা ধ্বংস করার নির্দেশ দিয়েছিল।
প্রথমে ২১ শে আগস্ট দুপুরবেলা ২ টো ৩০ মিনিটে এই বহুতলটি ধ্বংস করার দিন ঠিক হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের তৈরী করে দেওয়া বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি রিপোর্ট দিয়ে ধ্বংসের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। আর সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই সুপ্রিম কোর্ট ধ্বংসের দিন পিছিয়ে ২৮ শে আগস্ট করে।
বিচারপতি এএস বোপন্না ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২৮ শে আগস্ট থেকে ৪ ঠা সেপ্টেম্বরের মধ্যে বহুতলটি ধ্বংসের কাজ শেষ করে ফেলতে হবে। এর জন্য মোট সাড়ে তিন হাজার কেজি বিস্ফোরক বহুতলটির নয় হাজার চারশোটি গর্তে ঢোকানো হবে। এরপর ধাপে ধাপে বিস্ফোরণটি ঘটিয়ে বহুতলটি ধ্বংস করা হবে।