নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজবাজারের যদুপুর গাবগাছি এলাকার একটি নার্সিংহোমে ছয় মাসের প্রসূতিকে অবৈধ গর্ভপাতের অভিযোগে ‘সিল’ করে দেওয়া হলো নার্সিংহোম। প্রায় ছয় মাস আগেই এই নার্সিংহোম তৈরী হয়েছে। কোনো চিকিৎসকের অনুমতি ছাড়াই এই গর্ভপাত প্রক্রিয়াটি ঘটেছে।
জানা যায়, ওই রোগীর নাম নার্সিংহোমের অ্যাডমিশন রেজিস্টারে নথিভুক্ত করা হয়নি। সম্পূর্ণ প্রক্রিয়াই অত্যন্ত চুপিসারে হয়েছে। কিন্তু পুলিশ অভিযোগ পেয়ে এদিন আচমকা স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের যৌথদল হানা দিয়ে ওই নার্সিংহোম সিল করে দেয়। নার্সিংহোম বন্ধের পর প্রবেশপথে নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই নার্সিংহোমে অবৈধ গর্ভপাত ছাড়াও রক্ত পরীক্ষার রিপোর্ট তৈরী হলেও কোনোরকম রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্র নেই। মেডিকেল কলেজের বায়ো মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাও অত্যন্ত খারাপ। এখানকার পরিকাঠামো খতিয়ে দেখে প্রশাসন রীতিমতো অসন্তুষ্ট।
Sponsored Ads
Display Your Ads Here
প্রশাসন জানিয়েছে, “পরিকাঠামো খতিয়ে দেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারণ বহু মানুষ যেকোনো নার্সিংহোমের ওপর নির্ভর করেন। সেক্ষেত্রে চিকিৎসার মান যথোপযুক্ত না হলে ভয়াবহ পরিণতি হতে পারে।” তবে নার্সিংহোম কর্তৃপক্ষ অবৈধ গর্ভপাতের অভিযোগ অস্বীকার করে জানান, “সামান্য প্রযুক্তিগত সমস্যা ছিল। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কারোর গর্ভপাত করানো হয়নি।”
Sponsored Ads
Display Your Ads Here