নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বরেলী এলাকায় চার বছর বয়সী এক শিশু বাড়ির বাইরে বন্ধু-বান্ধবদের সাথে খেলা করার সময় ২৫ বছর বয়সী এক জন যুবক চকোলেটের লোভ দেখিয়ে তাকে বাড়ির সামনে থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, শিশুটির বাবা শ্রমিকের কাজ করেন। যখন শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল তখন শিশুটির মা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ বাড়ি থেকে কিছুটা দূরে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসলে তিনি দ্রুত ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আর পুলিশকের কাছে খবর দেন।
পুলিশ শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছেন। এছাড়া এই ঘটনাটি খতিয়ে দেখার জন্য আলাদা দল গঠন করে তদন্তে নেমেছেন। এর পাশাপাশি নির্যাতিতা শিশুকন্যাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।