নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের সোনাঝুরি হাটে পর্যটকদের সুবিধার জন্য গতকাল নানা পরিষেবা সহ একটি ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন হয়েছে। চলতি বছরের শুরুর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে বাসটির উদ্বোধন করার কথা ছিল। কিন্তু নানা কারণে সফর বাতিল হয়ে যাওয়ায় উদ্বোধন হচ্ছিল না।
এদিন জেলা প্রশাসনের তরফ থেকে ভ্রাম্যমাণ বাসটির উদ্বোধন করা হয়। যেখানে জেলাশাসক বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিংহ সহ প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সারা বছর সোনাঝুরির হাটে পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু হাটে পানীয় জলের ব্যবস্থা ও শৌচাগার না থাকায় প্রায়শই পর্যটকদের সমস্যায় পড়তে হয়। ফলে বোলপুরের বাসিন্দা তথা একটি বেসরকারী সংস্থার কর্ণধার দীপ্তেন্দু রায় সমস্যা সমাধানে এগিয়ে আসেন।
দীপ্তেন্দুবাবু বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং জাতীয় সড়কে সফরকালীন শৌচাগার নিয়ে বিশেষ করে মহিলাদের যেসব সমস্যায় পড়তে হয় তা নিয়ে কাজ করেন। গত বছর ওই সংস্থাটি সোনাঝুরি হাটেও সমীক্ষা চালিয়ে দেখে, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা না থাকায় পর্যটকদের দুর্ভোগ হচ্ছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ওই সংস্থার তরফ থেকে জেলা প্রশাসনের কাছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে পুরোনো একটি বাসের চেহারার পরিবর্তন করে তাতে শৌচাগার এবং পানীয় জল সহ নানা সুযোগ-সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হলে ওই সংস্থাকে জেলা প্রশাসন তা রূপায়ণের ভার দেয়।
আনুমানিক ২২ লক্ষ টাকা ব্যয়ে বাসটিকে পর্যটকদের ব্যবহারের উপযোগী করে তোলা হয়। বাসের ভিতরে একটি রেস্তোরা, জলের ব্যবস্থা, আধুনিক শৌচাগার, শিশুকে স্তন্যপানের কক্ষ, পোশাক পরিবর্তনের কক্ষ ও প্রতিবন্ধীদের জন্যও শৌচালয়ের ব্যবস্থা রয়েছে।
জেলাশাসক বিধান রায় জানান, “খোয়াই হাটের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্য। তবে বহু পর্যটককে বিশেষ করে মহিলাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। সে কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নির্দেশে এই উদ্যোগ।’’
অন্যদিকে দীপ্তেন্দু বলেন, “অবশেষে ভ্রাম্যমাণ বাসটির উদ্বোধন হওয়ায় আমরাও সত্যিই খুব খুশী। এতে পর্যটকেরা যেমন উপকৃত হবে তেমনই আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।”