নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে একি কাণ্ড! ন’বছর বয়সী নাবালিকাকে প্রকাশ্যেই শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত উত্তরপাড়ার নিউস্টেশন রোড এলাকার বাসিন্দা। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক জন বৃদ্ধা নাতনীকে নিয়ে বিদ্যালয় থেকে ফিরছিলেন। তখন ওই মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকেন। এরপর ওই দোকানের সিসিটিভিতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি দোকানে সামনে দিয়ে যাচ্ছিল। ওই সময় নাবালিকাকে দেখে হঠাৎ দোকানে ঢুকে পড়ে। তারপর নানা অছিলায় নাবালিকার শরীরে স্পর্শ করতে থাকে। জোর করে কয়েকবার চুম্বন করে। নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যক্তি একইভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে। এরপর ওই বৃদ্ধা নাতনীকে নিয়ে মিষ্টি দোকান থেকে অন্য দোকানে গেলে সেখানেও ওই ব্যক্তি গিয়ে নাবালিকার শরীরে হাত দিয়েছিল।
নাবালিকার মা উত্তরপাড়া থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়েই দ্রুত ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনার পরই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “যে ব্যক্তি এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
Sponsored Ads
Display Your Ads Here