নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। আর তার ভাইও গুরুতর আহত হয়েছে। মৃতের নাম আমির শেখ। বয়স ৩৫ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর আমিরের পরিবারে শোকের ছায়া নেমে আসে। কিন্তু এই ঘটনায় অভিযুক্তরা পলাতক।
পরিবারের অভিযোগ, “আমির স্থানীয় ৫২ বিঘা এলাকার বাসিন্দা বোনা শেখের কাছে দাদনের চার হাজার টাকা পেতেন। এটি ভিন রাজ্যে কাজে যাওয়ার দাদনের টাকা। এদিন ওই টাকা চাইতে যাওয়ায় বোনা শেখ সহ প্রায় সাত জন আমিরকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। লাঠি ও লোহার রড দিয়ে ক্রমাগত অত্যাচার চলতে থাকে। এদিকে, দাদাকে বাঁচাতে ভাই সুরাজ এগিয়ে গেলে সেও আহত হয়েছে।”
এরপর বাসিন্দারা আমির ও সুরাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে এদিন আমিরের মৃত্যু হয়। ইতিমধ্যে মৃতের পরিবারের তরফে এই ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছেন।